চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে বিজয়ী যারা
১ এপ্রিল ,সোমবার,অনলাইন ডেক্স,নিউজ একাত্তর ডট কম: উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ দফায় ১০৭টি উপজেলার বেশির ভাগ কেন্দ্রেই ছিল ভোটারদের আকাল। দিনের বেশির ভাগ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও নির্বাচনী কর্মকর্তাদের অলস সময় পার করতে দেখা গেছে।
সকালের দিকে বেশির ভাগ ভোটকেন্দ্র ছিল প্রায় ফাঁকা। কঠোর নিরাপত্তা ও ভোটারের আকালের মধ্যেও বিচ্ছিন্নভাবে কেন্দ্র দখল, সংঘর্ষ, জাল ভোট, গোলাগুলির মধ্য দিয়ে বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।
নানা অনিয়মের অভিযোগে বিভিন্ন স্থানে প্রিসাইডিং অফিসারসহ ২৭ জনকে আটক করা হয়েছে। মিথ্যা তথ্য দিয়ে ধামরাইয়ে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব নেয়া ও জাল ভোট দেয়ার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ার নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার মাস্টারকে আটক করা হয়েছে।
অনিয়ম ও গোলযোগের অভিযোগের পর কুমিল্লার তিতাস উপজেলায় নির্বাচন স্থগিত করেছে কমিশন। টাঙ্গাইলের সখীপুরে দুটি ভোটকেন্দ্রে হৃদরোগে আক্রান্ত হয়ে আনসার সদস্যসহ দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নৌকার এজেন্ট আজহারুল ইসলাম রাজা (৪০) ও আনসার সদস্য মজিবুর রহমান (৫০)। মুন্সীগঞ্জে ছাত্রলীগ নেতার গুলিতে আহত হয়েছেন দুজন।
এদিকে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতসহ আওয়ামী লীগ ৮৩টি ও দলটির বিদ্রোহীরা ২৭টি উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছে। বিএনপিসহ বিরোধী দলগুলোর বর্জনের ফলে গত তিন দফার মতো চতুর্থ দফা নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতাহীন ছিল। ভোটারদের আগ্রহও ছিল বেশ কম।
প্রতিদ্বন্দ্বী না থাকায় ১৫টি উপজেলায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় সেখানে ভোট হয়নি। ৩৯টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর আগে প্রথম ধাপে ১৪ জন, দ্বিতীয় ধাপে ২৩ জন ও তৃতীয় ধাপে ৩১ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। পটুয়াখালী সদর, কক্সবাজার সদর, বাগেরহাট সদর, ময়মনসিংহ সদর, মুন্সীগঞ্জ সদর ও ফেনী সদরে ভোট হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
চতুর্থ ধাপে ১২২ উপজেলায় তফসিল ঘোষণা করা হলেও তৃতীয় ধাপের ছয়টি উপজেলার ভোট পিছিয়ে চতুর্থ ধাপে আনা হয়। আগেই আইনি জটিলায় চারটি এবং ইসির নির্দেশনায় দুটি উপজেলার ভোট স্থগিত হয়ে যায়।
চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সবাই পাস করেছে এমন ১৫টি উপজেলা হচ্ছে- ভোলা সদর, মনপুরা ও চরফ্যাশন, যশোরের শার্শা, ময়মনসিংহের গফরগাঁও, ঢাকার সাভার ও কেরানীগঞ্জ, কুমিল্লার লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, দেবীদ্বার ও চৌদ্দগ্রাম, নোয়াখালীর কোম্পানীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও ফেনীর পরশুরাম। ভোট স্থগিত করা হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া, খুলনার ডুমুরিয়া, ময়মনসিংহের ত্রিশাল, কুমিল্লার বড়ুরা, নাঙ্গলকোট, নোয়াখালীর কবিরহাট ও ফেনীর ছালগনাইয়া।
পটুয়াখালী : কলাপাড়ায় আওয়ামী লীগের এসএম রাকিবুল আহসান, গলাচিপায় আওয়ামী লীগের শাহিন শাহ, সদরে আওয়ামী লীগের গোলাম সরোয়ার, দুমকিতে আওয়ামী লীগের হারুন অর রশীদ হাওলাদার, মির্জাগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী খান মো. আবু বকর সিদ্দিক, দশমিনায় আওয়ামী লীগের মো. আবদুল আজীজ, বাউফলে আওয়ামী লীগের আ. মোতালেব হাওলাদার চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
ভোলা : সদরে আওয়ামী লীগের মোশাররফ হোসেন, চরফ্যাশনে আওয়ামী লীগের জয়নাল আবদীন আকন্দ, দৌলতখানে আওয়ামী লীগের মনজুরুল আলম খান, মনপুরায় আওয়ামী লীগের সেলিনা আক্তার চৌধুরী চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এছাড়া তজুমুদ্দিনে আওয়ামী লীগের বিদ্রোহী মোশাররফ হোসেন দুলাল এবং লালমোহনে আওয়ামী লীগের গিয়াস উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন।
বরগুনা : বেতাগীতে আওয়ামী লীগের মাকসুদুর রহমান ফোরকান চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এছাড়া বামনায় আওয়ামী লীগের সাইতুল ইসলাম লিটু, আমতলীতে আওয়ামী লীগের বিদ্রোহী গোলাম ছরোয়ার ফোরকান, সদরে আওয়ামী লীগের বিদ্রোহী মনিরুল ইসলাম, পাথরঘাটায় আওয়ামী লীগের বিদ্রোহী মোস্তফা গোলাম কবির বিজয়ী হয়েছেন। নেসারাবাদে আবদুল হক (স্বতন্ত্র)।
পিরোজপুর : ভান্ডারিয়ায় আওয়ামী লীগের মিরাজুল ইসলাম চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কাউখালীতে জেপির (মঞ্জু) আবু সাঈদ মিয়া, ইন্দুরকানীতে আওয়ামী লীগের এম মতিউর রহমান, নাজিরপুরে আওয়ামী লীগের অমূল্য রঞ্জন হালদার, সদরে আওয়ামী লীগের মজিবুর রহমান খালেক বিজয়ী হয়েছেন।
দিনাজপুর : সদরে আওয়ামী লীগের এমদাদ সরকার বিজয়ী হয়েছেন।
কুড়িগ্রাম : ফুলবাড়ীতে আওয়ামী লীগের বিদ্রোহী গোলাম রব্বানী বিজয়ী হয়েছেন।
খুলনা : বটিয়াঘাটায় আলীগের আশরাফুল আলম খান, ফুলতলায় আলীগের শেখ আকরাম হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এছাড়া কয়রায় আ:লীগের বিদ্রোহী এসএম শফিকুল ইসলাম, দাকোপে আ:লীগের বিদ্রোহী মুনসুর আলী খান, পাইকগাছায় আ:লীগের গাজী মোহাম্মদ আলী, রূপসায় আ:লীগের কামাল উদ্দিন বাদশা, তেরখাদায় আ:লীগের বিদ্রোহী শেখ শহিদুল ইসলাম, দিঘলিয়ায় আ:লীগের বিদ্রোহী শেখ মারুফুল ইসলাম।
যশোর : সদরে আওয়ামী লীগের শাহীন চাকলাদার ও শার্শায় আওয়ামী লীগের সিরাজুল হক মঞ্জু চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া চৌগাছায় আওয়ামী লীগের ড. মোস্তানিচুর রহমান, ঝিকরগাছায় আওয়ামী লীগের বিদ্রোহী মনিরুল ইসলাম, বাঘারপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী নাজমুল ইসলাম কাজল, মণিরামপুরে আওয়ামী লীগের নাজমা খানম, অভয়নগরে আওয়ামী লীগের শাহ ফরিদ জাহাঙ্গীর ও কেশবপুরে আওয়ামী লীগের বিদ্রোহী কাজী রফিকুল ইসলাম জয়ী।
বাগেরহাট : সদরে আওয়ামী লীগের সরদার নাসির উদ্দিন, কচুয়ায় আওয়ামী লীগের এসএম মাহফুজুর রহমান, চিতলমারীতে আওয়ামী লীগের আশোক বড়াল, শরণখোলায় আওয়ামী লীগের মো. কামাল উদ্দিন আকন, মোংলায় আবু তাহের হাওলাদার ও রামপালে শেখ মোয়াজ্জেম হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ফকিরহাটে আওয়ামী লীগের স্বপন দাস, মোল্লাহাটে আওয়ামী লীগের শাহিনুল আলম ছানা, মোরেলগঞ্জে আওয়ামী লীগের শাহ ই আলম বাচ্চু জয়ী।
মুন্সীগঞ্জ : সদরে আওয়ামী লীগের আনিস উজ্জামান আনিস, টঙ্গীবাড়িতে আওয়ামী লীগের বিদ্রোহী জগলুল হালদার ভুতু, শ্রীনগরে আওয়ামী লীগের বিদ্রোহী মসিউর রহমান মামুন, গজারিয়ায় আওয়ামী লীগের আমিরুল ইসলাম, লৌহজংয়ে আওয়ামী লীগের ওসমান গনী তালুকদার, সিরাজদিখানে আওয়ামী লীগের মহিউদ্দিন আহমেদ জয়ী।
ময়মনসিংহ : সদরে আওয়ামী লীগের মো. আশরাফ হোসাইন, গফরগাঁওয়ে আওয়ামী লীগের আশরাফ উদ্দিন বাদল ও ফুলবাড়ীতে আওয়ামী লীগের আবদুল মালেক সরকার চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এ ছাড়া হালুয়াঘাটে আওয়ামী লীগের মাহমুদুল হক সায়েম, ধোবাউড়ায় আওয়ামী লীগ বিদ্রোহী ডেভিট রানা চিসিম, ফুলপুরে আওয়ামী লীগের বিদ্রোহী আতাউল করিম রাসেল, ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের মাহমুদুল হাসান সুমন, গৌরীপুরে আওয়ামী লীগের বিদ্রোহী মোফাজ্জল হোসেন খান, নান্দাইলে আওয়ামী লীগের বিদ্রোহী হাসান মাহমুদ জুয়েল, মুক্তাগাছায় আওয়ামী লীগের বিদ্রোহী আবদুল হাই আকন্দ, ভালুকায় আওয়ামী লীগের বিদ্রোহী আবুল কালাম আজাদ জয়ী।
ঢাকা : সাভারে আওয়ামী লীগের মঞ্জুরুল আলম রাজিব, কেরানীগঞ্জে শাহিন আহমেদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এ ছাড়া দোহারে আওয়ামী লীগের আলমগীর হোসেন জয়ী হয়েছেন।
টাঙ্গাইল : গোপালপুরে আ:লীগের ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু, ধনবাড়ীতে আ:লীগের হারুনার রশিদ, মধুপুরে আ:লীগের ছরোয়ার আলম খান আবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদরে আ:লীগের শাহজাহান আনসারী, মির্জাপুরে আ:লীগের মীর এনায়েত হোসেন মন্টু, দেলদুয়ারে আ:লীগের বিদ্রোহী মাহমুদুল হাসান মারুফ, নাগরপুরে বিএনপির (স্বতন্ত্র) আবদুছ ছামাদ দুলাল, ঘাটাইলে আ:লীগের শহিদুল ইসলাম লেবু, ভূঞাপুরে আ:লীগের আবদুল হালিম, কালিহাতীতে আ:লীগের বিদ্রোহী আনছার আলী, বাসাইলে আ:লীগের বিদ্রোহী কাজী অলিদ ইসলাম ও সখীপুরে আ:লীগের জুলফিকার হায়দার কামাল লেবু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কুমিল্লা : লাকসামে আ:লীগের মো. ইউনুস ভূঁইয়া, মনোহরগঞ্জে আ:লীগের মো. জাকির হোসেন, দেবিদ্বারে আ:লীগের জয়নাল আবেদিন, চৌদ্দগ্রামে আ:লীগের মো. আবদুস সোবহান ভূঁইয়া হাসান চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এ ছাড়া মুরাদনগরে আ:লীগের আহসানুল আলম কিশোর, বুড়িচংয়ে আ:লীগের বিদ্রোহী আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়ায় আ:লীগের বিদ্রোহী মুহাম্মদ আবু তাহের, মেঘনায় আ:লীগের সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, হোমনায় আ:লীগের রেহানা বেগম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নোয়াখালী : কোম্পানীগঞ্জে আ:লীগের মোহাম্মদ সাহাব উদ্দীন, সেনবাগে আ:লীগের জাফর আহাম্মদ চৌধুরী, সুবর্ণচরে আ:লীগের খায়রুল আনম সেলিম, সোনাইমুড়ীতে খন্দকার রুহুল আমীন চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। এ ছাড়া চাটখিলে আ:লীগের জাহাঙ্গীর কবির ও বেগমগঞ্জে আ:লীগের ওমর ফারুক বাদশা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া : কসবায় আ:লীগের রাশেদুল কায়ছার ভূঁইয়া, আখাউড়ায় আ:লীগের আবুল কাশেম ভূঁইয়া জীবন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদরে আওয়ামী লীগের বিদ্রোহী ফিরোজুর রহমান, নাসিরনগরে আ:লীগের রাফি উদ্দিন আহমেদ, আশুগঞ্জে আ:লীগের মো. হানিফ মুন্সি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ফেনী : পরশুরামে আ:লীগের কামাল আহম্মদ মজুমদার, দাঁগনভূঞায় আ:লীগের দিদারুল কবির রতন, সোনাগাজীতে আ:লীগের জহির উদ্দিন মাহমুদ লিপটন, ফুলগাজীতে আ:লীগের আবদুল আলীম এবং সদরে আ:লীগের আবদুর রহমান বিকম চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
নারায়ণগঞ্জ : সোনারগাঁয়ে আ:লীগের মোশারফ হোসেন, রূপগঞ্জে আ:লীগের শাহ্ জাহান ভূঁইয়া, আড়াইহাজারে আ:লীগের মোজাহিদুর রহমান হেলু সরকার জয়ী।
গাইবান্ধা : গোবিন্দগঞ্জে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আবদুল লতিফ প্রধান।
কক্সবাজার : সদর উপজেলায় আওয়ামী লীগের কায়সারুল হক জুয়েল চেয়ারম্যান নির্বাচিত।
সোনারগাঁয়ে ভোট শেষে ফেরার পথে ট্রলারডুবি, প্রিসাইডিং অফিসারসহ নিখোঁজ তিন : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভোট শেষে ফেরার পথে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে প্রিসাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যরা ছিলেন। পরে ১৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে রাত সোয়া ১টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রিসাইডিং অফিসার ও এসআইসহ তিনজন নিখোঁজ ছিলেন। তখনও উদ্ধার তৎপরতা চলছিল। রোববার রাতে উপজেলার চরকিশোরগঞ্জ-চরহোগলা গ্রাম এলাকার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে তাদের বহনকারী ট্রলার।
নিখোঁজ তিনজন হলেন- চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার ও ইউসিবি ব্যাংক মেঘনাঘাট শাখার ম্যানেজার বোরহান উদ্দীন, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পিএসআই সেলিম মিয়া ও মহিলা আনসার সদস্য রিতা আক্তার।
আহতদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় ভোটের ব্যালট বাক্সসহ অন্য সরঞ্জাম এবং পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র পানিতে তলিয়ে গেছে কিনা তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
বিভিন্ন স্থানে নির্বাচনের চিত্র- সখীপুর (টাঙ্গাইল) : ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে নৌকার এজেন্ট আজহারুল ইসলাম রাজা (৪০) ও আনসার সদস্য মো. মজিবুর রহমানের (৫০) মৃত্যু হয়েছে। রোববার সখীপুর উপজেলার যোগিরকোপা পূর্ব পাড়া এবতেদায়ি মাদ্রাসা ও দাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। যোগিরকোপা পূর্বপাড়া কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পার্থ সারথী গোস্বামী বলেন, ভোট শুরুর ঘণ্টাখানেক পরই নৌকার এজেন্ট আজহারুল অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাজা উপজেলার বহেরাতৈল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য। তিনি ওই ইউনিয়নের ঘাটেশ্বরী গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। অপরদিকে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সবুজ কান্ত বর্মণ জানান, দাড়িয়াপুর আকন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৬টার দিকে কতর্ব্যরত আনসার সদস্য মো. মজিবুর রহমান অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
সাটুরিয়া (মানিকগঞ্জ) : সাটুরিয়ার সদ্য নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশার মাস্টার ধামরাইয়ের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার খবর পাওয়া গেছে। তথ্য গোপন করে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব নেয়া এবং রোববার ধামরাইয়ের একটি কেন্দ্রে দায়িত্ব পালনকালে এক প্রার্থীর পক্ষে জাল ভোটের অভিযোগে তাকে আটক করা হয়েছে। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, তার বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠায় তাকে আটক করা হয়েছে।
মুন্সীগঞ্জ : বিকালে ভোটগণনা শেষে পঞ্চসার ইউনিয়নের দেওয়ান বাজার এলাকায় প্রতিপক্ষের গুলিতে এক রিকশাচালকসহ দুজন আহত হয়েছেন। তাদের প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন বলেন, হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগ নেতা রিয়াদ গুলি করলে স্থানীয় ফয়সাল ও রিকশাচালক রুহুল আমীন আহত হন।
হোমনা (কুমিল্লা) : ব্যালট পেপারে সিল, কেন্দ্র দখলের চেষ্টা এবং দুটি পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে উপজেলার আসাদপুর দড়িকান্দি ও হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : জাল ভোট দেয়াসহ বিভিন্ন কারণে চারটি কেন্দ্র থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- আমির হোসেন, মেহেদী হাসান, রায়হান মিয়া, মাহবুবর রহমান, রুহুল আমিন, আতিকুর রহমান, শিমুল মিয়া ও সাজ্জাদুল ইসলাম।
চট্টগ্রাম : লোহাগাড়ায় ভোটার উপস্থিতি ছিল একেবারে কম। অনেক কেন্দ্রে সকাল ৮টায় ভোটার না যাওয়ায় ভোটগ্রহণ শুরু হয়েছে আরও পরে। জাল ভোট দেয়ার অভিযোগে ৪ নারীকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন- খুরশিদা বেগম, খুরশিদা আক্তার, রেখা আক্তার ও আনোয়ারা বেগম।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বেলা ১১টার দিকে কেন্দ্রের মাঠে এ ঘটনা ঘটে। বিকট শব্দে ভোটাররা দিগিদিক ছুটতে থাকেন। তবে এতে কেউ হতাহত হয়নি।
টাঙ্গাইল : বাসাইলে নৌকা মার্কায় জাল ভোট দেয়ার সময় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে বাসাইল দক্ষিণপাড়া কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রাশেদ হৃদয় ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানা।
গাইবান্ধা : দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন রোববার অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেয়া ও কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে ৮ জনকে আটক করা হয়েছে।
ফুলপুর (ময়মনসিংহ) : সিংহেশ্বর ইউনিয়নে নৌকার সমর্থকরা একটি ব্যালট বাক্স ছিনতাই করে নেয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে উদ্ধার করে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ): ভোট কেন্দ্র দখলের চেষ্টাকালে ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবু ওমর ওরফে বাবুল হোসেনের ২ সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- সুমন ও খোকন মিয়া। এদিকে কয়েকটি কেন্দ্রে বাক্সে ব্যালট না ফেলে পকেটে নিয়ে বের হয়ে যান বিএনপি সমর্থকরা। পরে তারা ওই ব্যালট পেপারে খালেদা জিয়ার মুক্তি চাই ও আমার মা জেলে কেন শেখ হাসিনা জবাব চাই লেখা সংবলিত সিল মেরে তা ফেসবুকে পোস্ট করে।
দাউদকান্দি (কুমিল্লা) : তিতাস উপজেলায় নির্বাচন স্থগিত করেছে কমিশন। কেন্দ্র দখল ও ভোর রাত থেকে নানা অনিয়মের কারণে নির্বাচন কমিশনের এক চিঠির পরিপ্রেক্ষিতে উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান ও নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-শাখা ২ এর সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত চিঠির অনুলিপি প্রশাসনের বিভিন্ন দফতরে পাঠানো হয়।
নোয়াখালী : চাটখিলে ফয়জুন নেছা দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ভাইস চেয়ারম্যান প্রার্থী রোজিনা আক্তার রোজির বিরুদ্ধে কেন্দ্রে পোলিং অফিসার হুমায়ুন কবির দোলনকে চড়, কিল-ঘুষি মারার অভিযোগ পাওয়া গেছে। হুমায়ুন কবির দোলন মুঠোফোনে বলেন, জাল ভোটে বাধা দেয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ক্ষিপ্ত হয়ে আমাকে কিল-ঘুষি মারেন। তবে ভাইস চেয়ারম্যান প্রার্থী রোজিনার মোবাইলে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।
আমতলী (বরগুনা) : গুলিশাখালী কেন্দ্রে স্বতন্দ্র প্রার্থী আলহাজ গোলাম ছরোয়ার ফোরকানের জিপ গাড়িতে অপর স্বতন্ত্র প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজুর সমর্থকরা হামলা করে। এতে জিপ গাড়ির সামনের কাচ ভেঙে গেছে। এ ঘটনায় লিটন জোমাদ্দার ও সোহেল ফকির নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ : রোববার দুপুর ১২টা পর্যন্ত রূপগঞ্জের মুশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩নং বুথে ভোট পড়েনি একটিও। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট পড়ে ৮টি ও কালাদী সাহাজদ্দিন দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোট পড়ে ৬টি। ভোটার না থাকায় আনসার, পুলিশ সদস্যরা পার করছিলেন অলস সময়।
খুলনা : শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। তবে ভোটার উপস্থিতি ছিল কম। দুপুর ১২টার দিকে উপজেলার রহিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপসা গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও গাজী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অদূরে স্থাপিত আনারস প্রতীকের প্রার্থী আকবর শেখের নির্বাচনী কার্যালয়ে ভাংচুর করা হয়। খবর- যুগান্তর