আমরা চট্টগ্রাম মহানগরকে সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক ও দুর্নীতিমুক্ত রাখবো
০৬ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,কমল চক্রবর্তী,বিশেষ প্রতিনিধি,চট্টগ্রাম,নিউজ একাত্তর ডট কম: লালদীঘি মাঠে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতি প্রতিরোধে লাখো নারী পুরুষকে শপথ করিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চসিক আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ শপথ বাক্য পাঠ করান।
মেয়র বলেন, আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর সুস্পষ্ট লক্ষ্য ছিলো-একটি সমৃদ্ধ জাতি ও উন্নত বাংলাদেশ, দেশের সব মানুষের মুখে হাসি ফোটানো এবং প্রত্যেকটি মানুষের অধিকার প্রতিষ্ঠা।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা রূপকল্প নির্ধারণ করেছেন ২০৪১ এর মধ্যে উন্নত বাংলাদেশ। সেই উন্নত বাংলাদেশের জন্য আমাদের নতুন প্রজন্মকে, আগামীর প্রজন্মকে সব ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি ও যৌতুক থেকে নিজেদের রক্ষা করতে হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে জনগণের প্রতি যে দায়বদ্ধতা, অঙ্গীকার, জনগণের প্রতি যে সেবা আমরা দিয়ে থাকি সেই অঙ্গীকার থেকে ৪১টি ওয়ার্ডের সব শ্রেণি পেশার মানুষকে নিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, যৌতুক ও দুর্নীতিবিরোধী জনমত তৈরি করতে সভা সমাবেশ করেছি। আজ চট্টগ্রামের এ ঐতিহাসিক লালদীঘি মাঠে মহাসমাবেশের আয়োজন করেছি। আমাদের মূল লক্ষ্য নগরবাসীকে শপথ করানো। আমরা শপথ করবো- মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি ও যৌতুক থেকে আমাদের পরিবারকে রক্ষা করবো, এ নগরকে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ ও যৌতুক মুক্ত রাখবো।
মেয়রের বক্তব্যে চট্টগ্রামের বার আউলিয়া, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, এমএ আজিজ, জহুর আহমেদ চৌধুরী, এমএ হান্নান, এমএ মান্নান, আতাউর রহমান খান কায়সার, আখতারুজ্জামান চৌধুরী বাবু, এবিএম মহিউদ্দিন চৌধুরী, ইসহাক মিয়াকে স্মরণ করেন।
তিনি বলেন, অতীতেও পাকিস্তান আমল থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামের সূতিকাগার ছিলো চট্টগ্রাম। আজ পূর্বসূরিদের দেখানো পথ অনুসরণ করে, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে, প্রধানমন্ত্রীর নগণ্য কর্মী হিসেবে আমিও চট্টগ্রাম মহানগরকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতিমুক্ত করতে বদ্ধপরিকর।
ওয়ার্ড কাউন্সিলর এইচএম সোহেলের সভাপতিত্বে মহাসমাবেশ পরিচালনা করেন চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
প্যানেল মেয়র নিছারউদ্দিন আহমেদ মঞ্জু বলেন, মেয়র নাছিরের মধ্যে চট্টগ্রামের প্রতি ভালোবাসা ও অন্যায়ের প্রতিবাদের সাহস দেখেছি। তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতির বিরুদ্ধে এ মহাসমাবেশের ডাক দিয়েছেন।
প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। চট্টগ্রামকে মাদকমুক্ত করতে আজ আমাদের শপথ নিতে হবে।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা বলেন, মেয়র আ জ ম নাছির উদ্দীন মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে অলিখিত যুদ্ধ ঘোষণা করেছেন। ওয়ার্ডগুলোতে সমাবেশ করেছেন, জনমত গড়ে তুলেছেন। আজ মহাসমাবেশে চট্টগ্রামের মানুষ মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতিবিরোধী শপথ নিতে এসেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ বলেছেন, প্রতিবেশী দেশ মিয়ানমার এক বছরে ৬ বিলিয়ন ডলারের ইয়াবার ব্যবসা করেছে। এর মধ্যে বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা লুটে নিয়েছে। সময় এসেছে মাদক রুখে দাঁড়ানোর। মাদক সহ্য করলে, মাদক আমাদের ধ্বংস করে দেবে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে লালদীঘি মাঠে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতি প্রতিরোধ মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কয়েকজন মাদকাসক্তের সঙ্গে আলাপের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, তাদের জিজ্ঞেস করেছিলাম, তোমরা মাদক খেলে মস্তিষ্ক শেষ হয়ে যায়, পুরুষত্ব নষ্ট হয়ে যায়। নারী হলে বন্ধ্যা হয়ে যায়। লিভার, কিডনি নষ্ট হয়ে যায়। এত কিছু ক্ষতি করে তোমরা কেন মাদক গ্রহণ করেছো? এ কথা শোনার পর তারা কেঁদে বলে, এ কথাতো কেউ জানায়নি। মাদক খেলে যে মানুষ আর মানুষ থাকে না জন্তু জানোয়ারে পরিণত হয়, সেটি আগে কেউ জানায়নি।
তিনি বলেন, মাদকাসক্ত সন্তানের হাতে বাংলাদেশে তিনশর বেশি মা-বাবা খুন হয়েছে। কীভাবে পেরেছে মা-বাবাকে হত্যা করতে। মাদক গ্রহণের পর তারা আর সন্তান ছিলো না, পুত্র ছিলো না, কন্যা ছিলো না। জন্তু জানোয়ারে পরিণত হয়েছিলো। এ কারণে তারা নৃশংসভাবে আপন মা-বাবাকে হত্যা করতে পেরেছে। কয়েকদিন আগে এক মাদকাসক্ত মা-বাবাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে।
২০৪১ সালে উন্নত বাংলাদেশের স্বপ্ন মাদক স্তব্দ করে দেওয়ার আশঙ্কা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দ্রুতগতিতে এগিয়ে চলছে। পৃথিবীর মধ্যে বিস্ময়ে পরিণত হয়েছে বাংলাদেশ। ছোট্ট এ দেশের উৎপাদন বিশ্বকে বিস্মিত করেছে। আপনারা নিশ্চয় জেনেছেন, বাংলাদেশ ধান উৎপাদনে দ্বিতীয়। সবজি উৎপাদনে দ্বিতীয়। তৈরি পোশাক উৎপাদনের দ্বিতীয়। মাছ উৎপাদনে দ্বিতীয়। ছোট্ট একটি দেশ বিশ্বের মধ্যে শীর্ষস্থান ধরছে। এ অগ্রযাত্রা থামিয়ে দিতে প্রতিবেশী দেশ থেকে লক্ষ লক্ষ ইয়াবা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মিয়ানমার ২০১৮ সালে ৬ বিলিয়ন ডলারের ইয়াবার ব্যবসা করেছে। তারা বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে।
এভাবে মাদক আগ্রাসন চললে উন্নত বাংলাদেশ কখনোই অর্জিত হবে না। তাই আজ সময় এসেছে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা ঘোষণা করেছেন। এর অর্থ কোনোভাবেই মাদককে সহ্য করা হবে না। কারণ মাদককে যদি সহ্য করি তবে মাদক আমাদের ধ্বংস করে দেবে।
মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে-মাদককে রুখে দিতে চট্টগ্রামবাসী প্রথম কাতারে আসীন থাকবে। আমি বিশ্বাস করি, এ যুদ্ধে চট্টগ্রামবাসী জয়ী হয়ে জানান দেবে, চট্টগ্রাম মাদক আগ্রাসনের জায়গা নয়। যেখানে মানুষ ঐক্যবদ্ধ হয় সেখানে জয় সুনিশ্চিত। আরও আন্দোলন দুর্বার করবো, দুর্জয় গতিতে এগিয়ে যাবো। চট্টগ্রামকে মাদকশূন্য করবোই করবো। মাদকের বিরুদ্ধে গর্জন শুনতে চাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে আছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম।