চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
১৯অক্টোবর,শনিবার,চট্টগ্রাম প্রতিনিধি,নিউজ একাত্তর ডট কম: আজ ১৯ অক্টোবর ২০১৯ চট্টগ্রাম জেলা পুলিশের সেপ্টেম্বর ১৯ মাসের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় ফোর্সের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত বিষয় আলোচনা ও বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহিত হয়।বাস্তব প্রশিক্ষণ গ্রহণের জন্য চট্টগ্রাম জেলায় আগত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণকে স্বাগত জানিয়ে বরণ করে নেন পুলিশ সুপার, চট্টগ্রাম।মৃত এএসআই(নি:)/ মশিউর রহমান ও মৃত কনস্টেবল/ মাহবুবুল আলম সোহেলের পরিবার, দূর্ঘটনায় আহত কনস্টেবল/ মো: সামছুল হক এবং শারীরিক অসুস্থ এএসআই(স:)/ মো: শাহাজালাল ও কনস্টেবল/ মো: নাজমুল ইসলামকে আর্থিক সহায়তা প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম।চাকুরী হতে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে গমনকারী কনস্টেবল মো: জাহিদুল ইসলাম বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।সেপ্টেম্বর১৯ মাসে আইনশৃংখলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালনের জন্য ৫৭ জন অফিসার-ফোর্সকে পুরস্কৃত করেন পুলিশ সুপার মহোদয়।সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়।সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, পুলিশ পরিদর্শকগণসহ বিভিন্ন পদবীর অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, পরোয়ানা তামিল, মামলার রহস্য উদঘাটনসহ সেপ্টেম্বর ১৯ মাসে কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা/শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ ৫৭ (সাতান্ন) জন পুলিশ সদস্যকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম। পুরস্কৃত পুলিশ সদস্যগণ হলেন-শম্পা রানী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল), চট্টগ্রাম (পুনাক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য) মোঃ আবুল কালাম চৌধুরী, সহকারী পুলিশ সুপার, রাঙ্গুনিয়া সার্কেল (শ্রেষ্ঠ সার্কেল অফিসার) মোঃ সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী পিপিএম(বার), সহকারী পুলিশ সুপার, মীরসরাই সার্কেল (শ্রেষ্ঠ সার্কেল অফিসার আগস্ট ১৯) মীর নজরুল ইসলাম, টিআই (প্রশাসন), চট্টগ্রাম (শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ অফিসার) সুব্রত ব্যানার্জী, কোর্ট পুলিশ পরিদর্শক, সদর কোর্ট, চট্টগ্রাম (শ্রেষ্ঠ কোর্ট অফিসার) মো: কেপায়েত উল্লাহ, অফিসার ইনচার্জ, রাউজান থানা, চট্টগ্রাম (শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ) মো: শাহ্ আলম, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র), ডিআইও-১, জেলা বিশেষ শাখা। ফরিদা ইয়াসমিন, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র), ডিআইও-২, জেলা বিশেষ শাখা (পুনাক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য) মো: মহিউদ্দিন পিপিএম, পুলিশ পরিদর্শক(সশস্ত্র), ভারপ্রাপ্ত আরআই, চট্টগ্রাম। এসআই/সুফল চন্দ্র সিংহ, আনোয়ারা থানা (শ্রেষ্ঠ অস্ত্রগুলি উদ্ধারকারী অফিসার)এসআই/মো: মিজানুর রহমান, জেলা গোয়েন্দা শাখা।এসআই/মো: তাজুল ইসলাম, জেলা বিশেষ শাখা (শ্রেষ্ঠ ডিএসবি অফিসার)এসআই/মো: রফিকুল ইসলাম, সীতাকুন্ড মডেল থানা (শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার) এসআই/মেহের আলী, রাউজান থানা (শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার)এসআই/ইব্রাহিম খলিল, রাউজান থানা (শ্রেষ্ঠ এসআই) এসআই/তাপস চন্দ্র মিত্র, মিরসরাই থানা। এসআই/নাজমুল হক, বাঁশখালী থানা।
এসআই/নিমাই চন্দ্র পাল, হাটহাজারী মডেল থানা।এসআই/মুহাম্মদ ইসমাইল হোসেন, রাঙ্গুনীয়া মডেল থানা। এসআই/আবিদুর রহমান, সন্দ্বীপ থানা।এসআই(নি:)/খাইরুজ্জামান, আনোয়ারা থানা (শ্রেষ্ঠ মাদক ও চোরাচালান মালামাল উদ্ধারকারী অফিসার)এসআই/এ.টি.এম আমিনুল ইসলাম, ইনচার্জ, মালখানা, সদর কোর্ট।পিএসআই/মোহাম্মদ ইয়ামিন সুমন, সাতকানিয়া থানা।এএসআই/নুরুল হাকিম, ফটিকছড়ি থানা (শ্রেষ্ঠ এএসআই) এএসআই/সুজন চন্দ্র পাল, রাউজান থানা। এএসআই/অনজয় কুমার দে, সন্দ্বীপ থানা। এএসআই/বিপ্লব হোসেন, বাঁশখালী থানা। এএসআই/মো: শাকিল রানা, লোহাগাড়া থানা।এএসআই/বোরহান উদ্দিন, মিরসরাই থানা।এএসআই/মোঃ মোবারক হোসেন, জিআরও, বাঁশখালী চৌকি কোর্ট।এএসআই/মো: জয়নাল আবেদীন, জিআরও রাউজান পুলিশ কোর্ট।এএসআই/মোঃ আরমান হোসেন, জিআরও, পটিয়া চৌকি কোর্ট। এএসআই/জাহানারা আক্তার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল।এএসআই(স:)/ আলমগীর হোসেন, পুলিশ লাইন্স, চট্টগ্রাম।এটিএসআই/ আবু বকর ছিদ্দিক, পুলিশ লাইন্স, চট্টগ্রাম। নায়েক/ নুরুল ইসলাম, পুলিশ লাইন্স, চট্টগ্রাম। নায়েক/ মোঃ রাজীব হোসেন, পুলিশ অফিস গোপনীয় শাখা।কনস্টেবল/ মোঃ আব্দুল হান্নান, সদর কোর্ট, চট্টগ্রাম। কনস্টেবল/মোঃ ইউনুচ মিয়া, সদর কোর্ট, চট্টগ্রাম।কনস্টেবল/ মো: বেলাল হোসেন, সদর কোর্ট, চট্টগ্রাম।কনস্টেবল/ মোঃ আবদুর রহমান, সদর কোর্ট, চট্টগ্রাম।কনস্টেবল/ মোঃ হাফিজ উল্যাহ, সদর কোর্ট, চট্টগ্রাম।কনস্টেবল/ মো: রবিউল ইসলাম, কম্পিউটার অপারেটর, সদর কোর্ট। কনস্টেবল/ মো: শাহীন মিয়া, পুলিশ লাইন্স, চট্টগ্রাম। নারী কনস্টেবল/ মিমি আক্তার, পুলিশ লাইন্স, চট্টগ্রাম। নারী কনস্টেবল/ বিবি আয়েশা, পুলিশ লাইন্স, চট্টগ্রাম।নারী কনস্টেবল/ প্রিয়া আক্তার, পুলিশ লাইন্স, চট্টগ্রাম। নারী কনস্টেবল/ সাবিকুন্নাহার, পুলিশ লাইন্স, চট্টগ্রাম। নারী কনস্টেবল/ আছমা আক্তার, পুলিশ লাইন্স, চট্টগ্রাম। নারী কনস্টেবল/ জান্নাতুল নাঈম, পুলিশ লাইন্স, চট্টগ্রাম। কনস্টেবল/ মো: আনোয়ার হোসাইন, পুলিশ অফিস গোপনীয় শাখা।
কনস্টেবল/মো: সুজন আকন্দ, পুলিশ অফিস গোপনীয় শাখা। কনস্টেবল/ মো: ইমাম হোসাইন, পুলিশ অফিস গোপনীয় শাখা।কনস্টেবল/ মো: মহিবুর রহমান, পুলিশ অফিস।
কনস্টেবল/ ইমতিয়াজ উদ্দিন, অপরাধ শাখা, পুলিশ অফিস।নারী কনস্টেবল/ সাবরিনা জাহান, অপরাধ শাখা, পুলিশ অফিস।কনস্টেবল/ স্বপন মাহমুদ, অপরাধ শাখা, পুলিশ অফিস।