বিশ্বের চোখ আর্জেন্টিনা-ব্রাজিলে
বিশ্বফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা বিশ্বকাপ। শুরু থেকে বিশ্বকাপকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ। তবে ইউরোপের পরাশক্তি দলগুলো খেললেও বিশ্বকাপের মূল আকর্ষণ লাতিন আমেরিকান শক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। গোটা ফুটবল বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে যায়। লাতিন দেশ দুটি ছাড়াও উপমহাদেশের অধিকাংশ দেশে ছেয়ে যায় আকাশি-সাদা ও হলুদ-সবুজ পতাকায়। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের পাগল সমর্থকরা তো মারামারিও করেন!
দলে যে মানেরই খেলোয়াড় থাকুক, বিশ্বকাপে তারা খেলতে আসে ফেভারিট তকমা নিয়ে। কিন্তু ২০১৮ রাশিয়া বিশ্বকাপে রীতিমতো বিপাকে বিশ্বফুটবলের দুই পরাশক্তি, গ্রুপের দুই ম্যাচ শেষে দ্বিতীয় রাউন্ড নিয়ে দোদুল্যমান। শুধু ব্রাজিল-আর্জেন্টিনা নয়, বিপাকে আছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও পর্তুগালও। মেক্সিকোর কাছে ১-০ গোলে হার দিয়ে বিশ্বকাপ শুরু করা জার্মানির জন্য গ্রুপ পর্বে শেষ দুটি ম্যাচ তাদের অলিখিত ফাইনাল। গত রাতে সুইডেনের বিপক্ষে খেলেছে প্রথমটি, ২৭ জুন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। তবে ম্যাচ দুটি জিতলেই চলবে না, মেলাতে হবে সমীকরণও! মেক্সিকো ও সুইডেনের পয়েন্ট এখন ৩ করে। এ দুই দল একটি করে ও জার্মানি দুই ম্যাচ জিতলে তিন দলের পয়েন্ট হবে সমান ৬! তখন হবে গোল গড় হিসাব। ফলে তিন দলের লক্ষ্য গোল গড় বাড়ানো।
তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের সামনে এত কঠিন সমীকরণ নেই, যতটা কঠিন আর্জেন্টিনার। ইরানের বিপক্ষে আগামীকাল শেষ ম্যাচে অন্তত ড্র করলেই শেষ ষোলোয় পর্তুগিজরা। কিন্তু গ্রুপ পর্বে বাদ পড়ার শঙ্কাও আছে প্রথম ম্যাচে হ্যাটট্রিক দিয়ে শুরু করা রোনালদো ব্রিগেটের! তারা ইরানের কাছে হারলে ও মরক্কোর সঙ্গে ড্র করলে মধ্যপ্র্যাচ্যের দেশটির সঙ্গে শেষ ষোলোয় যাবে স্প্যানিশরা। পর্তুগাল (৪/৩) ও স্পেন (৪/৩) হারলে ইরানের সঙ্গে কে দ্বিতীয় পর্বে যাবে চূড়ান্ত হবে গোল গড়ে। এ ছকে দুই দলের গড় (+১), গোল দেওয়া ও হজমে সমান। তখন চলে আসবে শেষ ম্যাচে হারের ব্যবধান, সেখানেও সমান হলে দুই দলের মুখোমুখি (৩-৩); নির্ধারণ করা না গেলে টস ভাগ্য!
পরশু কোস্টারিকাকে ২-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল; তারপরও তাদের সমীকরণ মেলাতে হবে। তবে সমীকরণ সহজ, ২৭ জুন সার্বিয়ার বিপক্ষে অন্তত হার এড়াতে হবে। তাতে পয়েন্ট হবে ৫, হেরে গেলেও সম্ভাবনা থাকবে, তখন সুইজারল্যান্ড-কোস্টারিকা ম্যাচের ফল দেখতে হবে। সে ম্যাচে জিতলে (৪) সুইসরা গ্রুপ সেরা, ব্রাজিল (৪) দ্বিতীয়। ছিটকে যাবে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা সার্বিয়া। কিন্তু সার্বিয়া ও সুইসরা জিতলে বিদায় রাশিয়া বলতে হবে নেইমারদের, দুই ইউরোপিয়ান যাবে পরের ধাপে। ফলে ৪ পয়েন্ট নিয়ে আপাতত গোল গড়ে গ্রুপে শীর্ষে থাকলেও শক্ত পরীক্ষার সামনে ব্রাজিল।
স্রেফ খাদের কিনারে আর্জেন্টিনা, প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র (১-১) করার পর দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে ক্রোয়েশিয়ার কাছে রীতিমতো বিধ্বস্ত! তবে এ মুহূর্তে মেসিনির্ভর দলের খেলার চেয়ে কোচ-খেলোয়াড় দ্বন্দ্ব নিয়ে বেশি কথা হচ্ছে। ক্রোয়াটদের বিপক্ষে বড় হারের পর মনের জোরও কমে গেছে! ক্রোয়াট ম্যাচে ২-০ হওয়ার পর স্যাটেলাইটের কল্যাণে মেসির চোখে-মুখে চরম হতাশা দেখেছে গোটা বিশ্ব। ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের তলানিতে তারা।
এরপরও শেষ ষোলোয় উত্তরণের ক্ষীণ সম্ভাবনা আছে! কিন্তু পথ কঠিন, ২৬ জুন নাইজেরিয়ার বিপক্ষে শেষ ম্যাচ জিততেই হবে। তাতে গ্রুপে দ্বিতীয় হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এরই মধ্যে দ্বিতীয় পর্ব নিশ্চিত করা ক্রোয়াটদের বিপক্ষে আইসল্যান্ড ম্যাচের ফলও দেখতে হবে। আর্জেন্টিনা ও আইসল্যান্ড জিতলে দুই দলেরই পয়েন্ট হবে ৪। তখন আসবে গোল গড়, যেখানে আর্জেন্টিনার (১/৪) উপরে আইসল্যান্ড (১/৩)। সুপার ঈগলদের চাই ১ পয়েন্ট, সেটি তারা পেলে ও আইসল্যান্ড হারলে সব সমীকরণ বাদ। আর্জেন্টিনা-নাইজেরিয়া ড্র করলেও ক্রোয়াটরা ২-০ গোলে হারলে গোল গড়ে আইসল্যান্ড হবে গ্রুপ রানার্সআপ।
তাদের পথও তো সহজ করে দেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন ক্রোয়াট কোচ জাৎকো দালিচ, নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় দলের সেরা খেলোয়াড়দের বিশ্রাম দিচ্ছেন তিনি। গণমাধ্যমকে বলেছেন, দ্বিতীয় পর্বের আগে কেউ চোটে পড়ক চাই না। ক্রোয়াট কোচের বক্তব্যে আর্জেন্টিনা থেকে কোনো মন্তব্য না এলেও নাইজেরিয়া অধিনায়ক জন অবি মিকেল ধুয়ে দিয়েছেন দালিচকে। কেননা আফ্রিকান দেশটির সম্ভাবনা যে বেশি। গোটা বিশ্বের প্রত্যাশা, সমীকরণ মিলিয়ে বা যেভাবেই হোক, আর্জেন্টিনা ও ব্রাজিল দ্বিতীয় পর্বে পা রাখুক; নয়তো গ্রেটেস্ট শো অন আর্থের আমেজ থাকে না।
দল ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
ক্রোয়েশিয়া ২ ২ ০ ০ ৫/০ ৬
নাইজেরিয়া ২ ১ ০ ১ ২/২ ৩
আইসল্যান্ড ২ ০ ১ ১ ১/৩ ১
আর্জেন্টিনা ২ ০ ১ ১ ১/৪ ১
দল ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
ব্রাজিল ২ ১ ১ ০ ৩/১ ৪
সুইজারল্যান্ড ২ ১ ১ ০ ৩/২ ৪
সার্বিয়া ২ ১ ০ ১ ২/২ ৩
কোস্টারিকা ২ ২ ০ ০ ০/৩ ০