DHAKA, 23 September 2017

ইউনিজয় ফনেটিক
জাতীয় শোক দিবস পালিত
মোঃ রেজাউল করিম, চট্টগ্রাম

2017-08-22

Share This News -

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মিলেনিয়াম হিউম্যান রাইটস্ এন্ড জার্নালিস্ট ফাউন্ডেশন (এমজেএফ) এর উদ্যোগে সংস্থার কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার ঢাকা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম জেলার চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংস্থার চট্টগ্রাম জেলা কমিটির চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মৎ নুরা বেগম, সাংগঠনিক সচিব মোঃ জসিম উদ্দিন, অর্থসচিব মিজানুর রহমান ভূঁইয়া, ভারপ্রাপ্ত মহাসচিব নিহার কান্তি দাশ, প্রচার ও প্রকাশনা সচিব বিজয় রঞ্জন পাল, মহানগর কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান জিয়া উদ্দিন কাদের, মহাসচিব মৃদুল মজুমদার, সাংগঠনিক সচিব তছলিম কাদের চৌধুরী, বন্দর ও ইপিজেড থানা কমিটির চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, বন্দর থানা কমিটির মহাসচিব মোঃ মাসুদ রানা। বক্তারা বলে, বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের একক প্রচেষ্টায় আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি। এই দেশে এমন একজন মহৎ ব্যক্তির জন্ম না হলে এই দেশ এখনো পাকিস্তানিদের দখলে থাকত। আজ এই শোকাবহ দিনে আমরা জাতির জনক বঙ্গঁবন্ধু সহ তাঁর নিহত হওয়া পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করি এবং বঙ্গঁবন্ধুর খুনীদের মধ্যে যারা এখনো পলাতক রয়েছেন তাদের দেশে এনে শাস্তির মুখোমুখি করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি। এতে আরো উপস্থিত ছিলেন, জনি শীল শিবু, মোঃ কাজল, তপন শীল, মোঃ ইদ্রিস, জানে আলম, রুবি আক্তার, রিনা শীল, মনি শীল, মিন্টু শীল, উমা শীল, শান্তা তালুকদার, সেকান্দার বাদশা, প্রমুখ। মিলাদ-মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, সংস্থার মহানগর কমিটির সাংগঠনিক সচিব মোঃ তছলিম কাদের চৌধুরী।

চট্টলা নিউজ