DHAKA, 23 September 2017

ইউনিজয় ফনেটিক
বীজন নাট্য কর্মশালা-২০১৭ইং এর ২য় প্রশিক্ষণ ক্লাস সম্পন্ন
আকবর হোসেন ভুঁইয়া

2017-08-28

Share This News -

“আমরা বিশ্বাস করি নাট্য চর্চাই আমাদের দেশীয় সংস্কৃতির ঐতিহ্য”- এই স্লোাগানকে সামনে রেখে বীজন নাট্য গোষ্ঠী এর উদ্যোগে গত ১১ই আগষ্ট শুক্রবার উদ্বোধন হয় বীজন নাট্য কর্মশালা-২০১৭ইং। এই কর্মশালায় পর্যায়ক্রমে মোট ১৫টি প্রশিক্ষণ ক্লাসের আয়োজন করা হবে। তার ধারাবাহিকতায় গত ২৫শে আগষ্ট শুক্রবার আকবর শাহ থানার নিউ মুনছুরাবাদে অবস্থিত চ্যালেঞ্জ কোচিং সেন্টারে দ্বিতীয় প্রশিক্ষণ ক্লাস সম্পন্ন হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টল থিয়েটারের নাট্য নির্দেশক ও সিনিয়র নাট্য অভিনেতা মোঃ কামরুল ইসলাম এবং সিনিয়র নাট্য অভিনেতা মোঃ মোজাম্মেল হক সোহেল। প্রশিক্ষকরা প্রশিক্ষণে অভিনয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ট্রান্সফার অব আর্ট, বডি মুভমেন্ট, ইন্টারেকশান, অবজারবেশন পাওয়ার, বিলিভনেস, ইমেজিনেশন পাওয়ার, অলওয়েজ ইন এ্যাকশান ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা এবং অভিজ্ঞতা শেয়ার করা হয়। প্রশিক্ষণের সময় অনেকের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোশারফ ভূঁইয়া পলাশ, সুজন দাশ, ইকবাল হোসেন পাটোয়ারী, মহিউদ্দিন, আকাশ ইকবাল, আকবর হোসেন ভুঁইয়া, মিয়া বাবলা, রফিকুল ইসলাম ভুঁইয়া, নীল ভাস্কর, আব্দুল মান্নান, মোহাম্মদ ইমরান, এসএম শাকিল, প্রান্ত শরমা, সানজিদা রুপা প্রমুখ।

চট্টলা নিউজ