DHAKA, 20 September 2017

ইউনিজয় ফনেটিক
ক্রেতার ভিড় বাড়ছে চট্টগ্রামের পশুর হাটগুলোতে

2017-08-31

Share This News -

কোরবানির ঈদের সময় যতই ঘনিয়ে আসছে। ততই ক্রেতার ভিড় বাড়ছে চট্টগ্রামের পশুর হাটগুলোতে। প্রচুর ক্রেতা দেখা দেখা গেছে বিবির হাটে। পাশাপাশি ক্রেতা বেড়েছে সাগরিকা বাজারসহ সবকটি বাজারে।বাজারের ইজারদাররা জানান, ক্রেতা নামায় পশু বেচা-কেনাও বেড়েছে। অনুপাতে এর আগে বিক্রি কম ছিল। কাল-পরশুর মধ্যে বাজারগুলো আরো জমজমাট হয়ে উঠবে বলে জানান তারা।নগরীর স্থায়ী পশুরহাট সাগরিকা ও বিবির হাট ছাড়াও ৬টি অস্থায়ী বাজারে গরু বাজার বসেছে। এরমধ্যে কয়েকটি হাট সাপ্তাহিক হলেও কোরবানি উপলক্ষে ঈদের দিন শুক্রবার পর্যন্ত পশু বেচা-কেনা চলবে।

চট্টলা নিউজ