DHAKA, 19 September 2017

ইউনিজয় ফনেটিক
ঝালকাঠির নলছিটিতে মহান বিজয় দিবস উপলক্ষে পিঠা উৎসব

2016-12-17

Share This News -

বাঙালীর হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের জীবন স্মারক পিঠাপুলির আয়োজন। ইতিহাস-ঐতিহ্যের এ আবেদন সবার মাঝে ছড়িয়ে দিতে ঝালকাঠির নলছিটির উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেগম আছিয়া খাতুন কিন্ডারগার্টেন স্কুলে আয়োজন করা হয় পিঠা উৎসব। সেই সঙ্গে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক প্রতিযোগিতার নৈপুুণ্য উপস্থিত দর্শকদের বিমোহিত করে। হাজারও মানুষের মিলনমেলায় উৎসবমুখর ছিল পিঠা উৎসব ও সাংস্কৃতিক আয়োজন। দৃষ্টিনন্দন নকশা আর ভিন্ন স্বাদের পিঠাপুলির পসরা সাজিয়ে স্টলে স্টলে বসেছিলেন স্কুলটির শিক্ষার্থীর ও তাদের অভিভাবকরা। চিতই,পাটিসাপটা,পোয়া,মালপোয়া,পাপড়ি,পুলি,দুধপুলি,রসপাকান,ফুলপাকান,পদ্মপাকান,নকশাপিঠা,খেজুর পিঠা,ডিম পিঠা,ধুনেপাতা চিতই,ভাপা পিঠাসহ প্রায় ৪০ প্রকার পিঠার আয়োজন ছিল এ উৎসবে। কিন্ডারগার্টেন কর্তৃপক্ষ ও দপদপিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এ পিঠা উৎসবের আযোজন করা হয়। শুক্রবার সকালে দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাফ হোসেন বাবুল মৃধা পিঠা উৎসবের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন পরিচালক অধ্যক্ষ গিয়াস উদ্দিন জসিম,নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর সাংবাদিক মুঃ মনিরুজ্জামান মুনির,নারী অধিকার আন্দোলন সোসাইটি’র বরিশাল বিভাগীয় সমন্বয়কারী ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, সাইদুল ইসলাম,এস আর সোহেল,ইব্রাহিম খান শাকিল,বশির হাওলাদার,সোহেল রানা প্রমুখ। এছাড়াও দপদপিয়া এলাকার শিক্ষানুরাগী,গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। পিঠা উৎসবের ফাঁকে ফাঁকে অধ্যক্ষ গিয়াস উদ্দিন জসিমের সঞ্চালনায় চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত ও নৃত্য পরিবেশন করেন স্কুলটির শিক্ষার্থীরা।

জেলার খবর