DHAKA, 19 September 2017

ইউনিজয় ফনেটিক
নান্দনিক শহর মদিনা,ছবির মতো সাজানো

2016-11-29

Share This News -

মদিনা মুনাওয়ারা। নান্দনিক সৌন্দর্যের আলোকিত শহর। বিশ্ব মুসলিমের ভালোবাসার সর্বোচ্চ স্পন্দন এ শহর। বিশ্বের অনন্য সুন্দর শহরের মধ্যে অন্যতম বটে। রাতের অন্ধকারে মদিনাকে আলোকসজ্জা ছাড়াই সাধারণ আলোয় এক অনন্য আলোকসজ্জার শহর মনে হয়। মদিনা শহরের সৌন্দর্যকে অলংকৃত করেছে মসজিদে নববীর উন্মুক্ত আঙ্গিনার অটোমেটিক সামিয়ানা ফিলার। যা সুইচের মাধ্যমে ছাতার মতো উন্মুক্ত করা যায় আবার প্রয়োজনে গুটিয়ে রাখা যায়। এছাড়াও মদিনার শহরের সুপরিকল্পিত রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা এতটাই উন্নত যে, মনে হবে ছবির মতো সাজানো এবং ওয়েল ডেকোরেট। মসজিদে নববি ছাড়াও এ শহরে রয়েছে মদিনার প্রথম মসজিদ ‘মসজিদে কুবা’ এবং কিবলা পরিবর্তনের মসজিদ, ‘মসজিদে ক্বিবলাতাইন’।

ফিচার