DHAKA, 23 September 2017

ইউনিজয় ফনেটিক
মালয়েশিয়ায় ৩৭ বাংলাদেশি শ্রমিক আটক

2017-03-21

Share This News -

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চালানো অভিযানে ৩৭ বাংলাদেশি শ্রমিকসহ মোট ৩৭৬ জনকে আটক করেছে দেশটির সারওয়াক প্রদেশের ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, আটক অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। ইমিগ্রেশন বিভাগ থেকে জানানো হয়, শুধু সোমবার ৭২ জন অফিসারকে নিয়ে অভিযান চালিয়ে ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে ১৮ জন বাংলাদেশি রয়েছে। এই মাস ব্যাপী অবৈধদের চিহ্নিত করতে অভিযান চলবে বলেও জানানো হয়। গত কয়েকদিন ধরে চালানো অভিযানে আটক ৩৭৬ জনের মধ্যে ৩৭ জন বাংলাদেশির পাশাপাশি ১৫৮ জন ইন্দোনেশিয়ান. ১২৭ জন চীনের নাগরিক, ৪৩ জন ভারতীয়, ৭ জন ফিলিপাইনের নাগরিক একজন শ্রীলঙ্কার নাগরিক এবং তিনজন মালয়েশিয়ার স্থানীয় নাগরিক। এদের মধ্যে গতকাল সোমবার অভিযানে আটক ১৮ বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তথ্যসূত্র: দ্য বরনি পোস্ট।

প্রবাস