DHAKA, 23 September 2017

ইউনিজয় ফনেটিক
কিছু সংশোধনী এনে অর্থবিল ২০১৭ পাস

2017-06-29

Share This News -

ভ্যাট আইন স্থগিত রেখে এবং ব্যাংক আমানতে আবগারি শুল্ক হ্রাস করার পাশাপাশি বেশকিছু পণ্য ও সেবার ওপর বর্ধিত শুল্ক প্রত্যাহার করে কিছু সংশোধনী এনে অর্থবিল, ২০১৭ পাস করা হয়েছে। ঘরে-বাইরে আলোচনা-সমালোচনা আর চাপের মুখে ব্যাংক আমানতের উপর বাড়তি আবগারি শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে গেলেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করে তিনি ভ্যাট আইনের বাস্তবায়ন আরও দু’বছর পিছিয়ে দিয়েছেন। পাশাপাশি সংশোধিত প্রস্তাবে ব্যাংক আমানতে আবগারি শুল্ক ৫ লাখ টাকা পর্যন্ত কমানো হয়েছে। সংসদে আজই পাস হবে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট। ২০১৭-১৮ অর্থবছরের বাজেট সংসদে পেশ করার পর থেকেই এবার সব থেকে বেশি আলোচিত- সমালোচিত হয়েছে ভ্যাট আইন ও ব্যাংক আমানতের ওপর অর্থমন্ত্রীর করারোপের প্রস্তাব। এরপর থেকেই ব্যবসায়ী-অর্থনীতিবিদ-বিশ্লেষকদের তীর্যক মন্তব্যের শিকার হন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার অর্থবিল পাসের আগে প্রধানমন্ত্রী বাজেট আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রীর ভ্যাট-করের প্রস্তাব সংশোধনের পরামর্শ দেন। পরে সংশোধিত প্রস্তাবে দেশে তৈরি কম্পিউটার, মোবাইল ফোন ও যন্ত্রাংশ ভ্যাটমুক্ত রাখা হয়। ভ্যাট তুলে দেয়া হয়েছে দেশীয় মোটর সাইকেল, মাইক্রোসফট প্রযুক্তি পণ্য, প্লাস্টিক ও গ্লাস ফাইবার নির্মিত এলপিজি কন্টেইনারে। তবে, লোহার এলপিজি কন্টেইনারের ভ্যাট আগের মতোই রয়েছে। এছাড়া যোগ ব্যয়ামকে আগামী ২ বছর ভ্যাটের আওতার বাইরে রাখা হয়েছে। এছাড়া সোলার প্যানেলের উপর আমদানি শুল্ক উঠে গেছে। তৈরি পোশাক খাতে উৎসে ১ শতাংশ কর বহাল রয়েছে। গুঁড়া মসলা জাতীয় মরিচ, হলুদ, ধনিয়ার ট্যারিফ মূল্য বহাল রেখে ভ্যাটের হার নির্ধারণের করেছেন অর্থমন্ত্রী। শেষ পর্যন্ত জনদাবি বিবেচনায় নিয়ে বৃহত্তর জনকল্যাণের আশায় ২০১৮ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত হবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের- ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট।

অর্থনীতি