০২ এপ্রিল ২০২২, অনলাইন ডেস্ক, নিউজ একাত্তর ডট কম :এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচেই ৩ উইকেট পেলেন মোস্তাফিজুর রহমান। শনিবার গুজরাট টাইটানসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা পান বাংলাদেশি ‘কাটার মাস্টার’। আর দলকে প্রথম ব্রেক থ্রুও এনে দেন বাঁহাতি এ পেসার। এদিন ইনিংসের প্রথম ওভারেই মোস্তাফিজের হাতে বল তুলে দেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পান্ত। আর দিনের তৃতীয় বলেই গুজরাটের অজি ওপেনার ম্যাথিউ ওয়েডের উইকেট তুলে নেন মোস্তাফিজ। অফ স্টাম্পের বাইরে গুড লেন্থের বল ব্যাট চালিয়ে দিল্লির উইকেটরক্ষক ঋষভ পান্তের হাতে ক্যাচ দেন ওয়েড। দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ শেষে আইপএল খেলতে সরাসরি ভারতে পৌছেন মোস্তাফিজ। সেখানে বাধ্যতামূলক কোয়ারেন্টিনের কারণে আসরে দিল্লির শুরুর দুই ম্যাচে খেলতে পারেননি এ টাইগার পেসার। প্রথম ওভারে মোস্তাফিজ দেন ৫ রান। পরে ইনিংসের ষষ্ঠ ওভারে ৬ রান দেন তিনি। ২০তম ওভারে বল হাতে নিয়ে রাহুল তেওয়াতিয়া এবং অভিনব মনোহরের উইকেট নেন ফিজ। ৪ ওভারে মাত্র ২৩ রান দেন তিনি। তবে শুবমান গিলের ৪৬ বলে ৮৪ রানের সুবাদে ৬ উইকেটে ১৭১ রানের সংগ্রহ পায় গুজরাট।