০৪ এপ্রিল ২০২২, ডেস্ক রিপোর্ট, নিউজ একাত্তর ডট কম :সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দিয়েছেন এএসআই দুলাল। বদলি আদেশের ১১ দিন অতিবাহিত হলেও বর্তমান কর্মস্থল ত্যাগ করেননি তিনি। জানা যায়, গত ২৪শে মার্চ ১০২১ নং স্মারকে পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মাদ শহীদুল্লাহ, পিপিএম এর স্বাক্ষরিত এক আদেশে এএসআই দুলালকে বদলি করা হয়েছে। এতে বলা হয়, তিনি পটুয়াখালী কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে যোগদান করবেন। কিন্তু বদলি আদেশের ১০ দিন অতিবাহিত হলেও আজও ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগদান করেনি এএসআই দুলাল। উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জুয়েল বলেন, বদলি আদেশ হওয়ার পরও কিভাবে থাকে এটা আমার বোধগম্য নয়। এছাড়া এএসআই দুলালের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেয়া হয়েছে। রোববার (৩ মার্চ) বিকালে উপজেলার সুবিদখালী গার্লস স্কুল সংলগ্ন মহাসড়কে মোটরসাইকেলের গতিরোধ করে সাংবাদিক রনি খান এবং সোহাগ হোসেনকে হুমকি প্রদান করেন। সূত্র মানবজমিন। সাংবাদিক রনি খান বলেন, গত ৭-৮ দিন পূর্বে সেলিম নামে এক ব্যবসায়ীকে রাতভর থানায় আটকে রেখে ১১ হাজার টাকার বিনিময়ে পরের দিন দুপুর ১২টায় ছেড়ে দেন এএসআই দুলাল। এঘটনায় ওই ব্যবসায়ীর জবানবন্দির ভিত্তিতে ‘ব্যবসায়ীকে আটকে টাকা নেয়ার অভিযোগ এএসআই দুলালের বিরুদ্ধে’ শিরোনামে সংবাদ করি। এতে ক্ষিপ্ত হয়ে আমাদের মোটরসাইকেল থামিয়ে মামলা দিয়ে ফাঁসানোর ও দেখে নেয়ার হুমকি দেন এএসআই দুলাল। বিষয়টি মৌখিকভাবে মির্জাগঞ্জ থানার ওসিকে জানানো হয়েছে। এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, এটা তো অফিসিয়াল বিষয়। তবে তার কাছ থেকে কাজকর্ম বুঝে নিয়ে তাকে ছাড়পত্র দেয়া হবে। আর মামলার হুমকির বিষয়ে বলা হলে তিনি বলেন, আমি বিষয়টি দেখছি।