১১ এপ্রিল ২০২২, বগুড়া প্রতিনিধি,নিউজ একাত্তর ডট কম :বগুড়ায় স্ত্রীকে গলা টিপে হত্যার ঘটনায় ১৬ বছর পর বুদু মন্ডল নামের ঐ স্বামীর যাবজ্জীবন সাজা দিয়েছে আদলাত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। ১১ এপ্রিল সোমবার দুপুরে আসামির উপস্থিতে ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এ রায় দেন। দন্ডপ্রাপ্ত বুদু মন্ডল কাহালু উপজেলার উলখার গ্রামের মৃত মিছের আলী মন্ডলের ছেলে। তিনি পেশায় ভ্যান চালক ছিলেন। ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি বুদুর স্ত্রী অফেলা বেগমকে গলা টিপে হত্যা করা হয়। পরিপ্রেক্ষিতে ওই বছরের ৭ ফেব্রুয়ারি রাতে নিহতের বড়ভাই আমীর আলী কাহালু থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা করেন। পরে তদন্তে হত্যাকান্ডে স্বামীর সম্পৃক্ততা উঠে আসে। স্বামী বুদু মন্ডল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এসব বিষয় নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নাছিমুল করিম হলি। এজাহারের বরাতে তিনি জানান, ২০০১ সালে ভ্যানচালক বুদু মন্ডলের সাথে অফেলা খাতুনের বিয়ে হয়। ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় স্ত্রী অফেলা খাতুনকে হত্যা করা হয়। পরের দিন সকালে বুদু ভ্যান নিয়ে বের হয়ে যান। এর কিছু পরে এসে স্ত্রীকে ডাকাডাকি করতে গেলে মৃত অবস্থায় পাওয়া যায়। ওই সময় এজাহারে উল্লেখ করা হয়, অফেলার গলায় কালো চাপা দাগ ছিল। পরে তদন্তে বুদু মন্ডলের নাম উঠে আসলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বুদু। বাদী পক্ষের আইনজীবী নাছিমুল করিম বলেন, অভাব-অনটনের কারণে পারিবারিক কলহের জেরে বুদু মন্ডল তার স্ত্রীকে হত্যা করেন। এ জন্য যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা দিয়েছেন মহামান্য আদালত। অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।