১২ এপ্রিল ২০২২, ডেস্ক রিপোর্ট, নিউজ একাত্তর ডট কম :ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, পয়লা বৈশাখে রমনা, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বর্ষবরণ অনুষ্ঠান দুপুর ২টার মধ্যেই শেষ করতে হবে। এরপর আর কোনো অনুষ্ঠান থাকবে না। তিনি জানান, রমজান মাসের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় রমনা পার্কে পুলিশ কন্ট্রোল রুমের সামনে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এ নির্দেশ বলেন। তিনি বলেন, গত ২ বছর করোনা মহামারির কারণে বৈশাখী উৎসব হয়নি। এবার পরিস্থিতি একটু উন্নতি হয়েছে। তাই সীমিত আকারে হলেও বৈশাখী উৎসব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ওইদিন ভোরবেলা থেকে সাংস্কৃতিক উৎসব চলবে। বেলা ১১টার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়ে যাবে। এরপর আর তেমন কোনো অনুষ্ঠান থাকছে না। তাই বেলা ১টার পর আর কাউকে গেট দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। বেলা ২টা পর্যন্ত সবাই বের হবে। এরপর আর কেউ থাকবে না। দুপুরেই বর্ষবরণ অনুষ্ঠান শেষ করার নির্দেশ ডিএমপির তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে, সেই শোভা যাত্রায় বাইরে থেকে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত যারা থাকবেন, তারা কঠোর ভূমিকা পালন করবেন। সেভাবেই তাদের নির্দেশনা দেওয়া থাকবে। মঙ্গল শোভাযাত্রায় যারা অংশ নেবেন, তাদের আগেই প্রবেশ করতে হবে। কেউ মুখোশ পড়ে আসতে পারবেন না।