০৪ মে ২০২২, চট্টগ্রাম সংবাদদাতা, নিউজ একাত্তর ডট কম :চট্টগ্রাম নগরীর চকবাজারের প্যারেড মাঠের পশ্চিমে একটি ভবনে আটকে পড়া ১১ শিশু-কিশোরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধারকৃতরা হলো- মো. জাহাঙ্গীর (৫২ বছর), মো. ইকবাল (৪৫), মো. লোকমান (৩৭), মো. শাকিব (২২), মো. ইফাজ (১৪), মো. রাকিব (১২), মো. সামির (১০), ইযাদু (৮), ইকরা (১৩), সুরাইয়া (১৫) ও সারাফ (৮)। মঙ্গলবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনপুরা ফায়ার স্টেশন এর সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, প্যারেড মাঠের পশ্চিম পাশে একটি ভবনে লিফটে নামার সময় ১১ শিশু-কিশোর আটকে যায়। খবর পেয়ে দ্রুত গিয়ে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।