৫ মে ২০২২, ২২ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ, ৩ শওয়াল ১৪৪৩ হিঃ,বৃহস্পতিবার,ডেস্ক রিপোর্ট, নিউজ একাত্তর ডট কম :মালয়েশিয়ায় সহকর্মীকে হত্যার অভিযোগে ৭ বাংলাদেশি শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় পিরাক রাজ্যের সিটিয়াওয়ান থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। ফ্রি মালয়েশিয়া টুডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (০২ মে) সিতিয়াওয়ান এলাকার একটি ভবনের ছাদের ওপর ৩৯ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশি হত্যার শিকার হন। স্থানীয় পুলিশ প্রধান নুর ওমর সাপ্পি জানান, তদন্তের স্বার্থে গ্রেপ্তার ৭ জনকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আগামী রোববার পর্যন্ত তারা পুলিশের হেফাজতে থাকবেন। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে প্রধান সন্দেহভাজন আসামিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তি ও সন্দেহভাজন প্রধান আসামি একই কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন। তারা আরও ৭ বাংলাদেশির সঙ্গে একই বাড়িতে থাকতেন। ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে খবরে আরও বলা হয়, ঘটনার রাতে ভিকটিম ও প্রধান আসামি ছাদে গল্প করতে গিয়েছিলেন। এসময় অন্যরা তাদের ঘরে ঘুমাচ্ছিলেন। রাত ৩টার দিকে সাহায্যের জন্য চিৎকার শুনে তারা ছাদে গিয়ে দেখেন ভিকটিম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার শরীরে ৫ বার ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি বলেও ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।