০৯ মে ২০২২, চট্টগ্রাম সংবাদদাতা, নিউজ একাত্তর ডট কম :চট্টগ্রামের চন্দনাইশে স্বামির ছুরিঘাতে রাজিয়া বেগম ( ৫৫) নামের এক বৃদ্ধা খুন হয়েছে । উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের এলাহাবাদ ২নং ওয়ার্ডের বাতোয়ার পাড়া এলাকায় এঘটনাটি ঘটে । নিহত রাজিয়া ঐ এলাকার রিক্সাচালক আব্দুস ছাত্তারের স্ত্রী। স্থানিয় প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায় নিহত রাজিয়া বেগমের সাথে তার স্বামি আবদুল ছত্তার (৭০) এর সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল । পুর্ব কলহের জের ধরে শনিবার সন্ধ্যায় স্বামী স্ত্রীর সাথে পুনরায় ঝগড়া বিবাদ বাধলে এক পর্যায়ে নিহত রাজিয়া বেগমকে তার ঘাতক স্বামি আবদুল ছাত্তার ছুরিকাঘাত করে গুরতর জখম করে পালিয়ে যায় । রাজিয়া বেগমের শোর-চিৎকার শুনে স্থানিয়রা তাকে উদ্ধার করে বিজিসি ট্রাষ্ট হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকের কলেজ (চমেক) হাসপালালে প্রেরন করেন। নিহতের ছেলে সাদ্দাম হোসেন ও নিহতের স্বজনরা (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিবার ( ৮ মে ) বিকালে নিহতের মেয়ে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে এবং নিহতের মেয়ে কামরুননাহার রুমা বাদী হয়ে একটি মামলাা দায়ের করেন। ঘাতক স্বামি পলাতক রয়েছে। আসামীকে আটক করার চেষ্টা চলছে।