৩১ মার্চ ২০২২, সিরাজগঞ্জ সংবাদদাতা, নিউজ একাত্তর ডট কম :সিরাজগঞ্জের সলঙ্গা থানার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামে নেশাগ্রস্ত বাবার আছাড়ে রাইসা নামের ৩ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে রঞ্জুকে গ্রেপ্তার করে র্যাব-১২। র্যাব-১২ সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গতকাল বুধবার দুপুরে সলঙ্গা থানার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রঞ্জু মিয়ার (২৫) সাথে প্রায় ৩ বছর পূর্বে পাশ্ববর্তী ভয়নগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে জান্নাতি খাতুনের বিয়ে হয়। রঞ্জু মিয়ার অতিরিক্ত মাদক সেবন ও বারবার যৌতুকের চাপ দেয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হয়। একপর্যায়ে গর্ভবতী থাকা অবস্থায় জান্নাতি খাতুন বাবার বাড়ি চলে যায় এবং একটি কন্যা সন্তান প্রসব করেন। সন্তানের বয়স ৩ মাস অতিবাহিত হলে উভয় পরিবারের মধ্যে আলোচনা করে গত মঙ্গলবার রাতে জান্নাতিকে শিশু সন্তানসহ রঞ্জু তার নিজ বাড়িতে নিয়ে আসে। বুধবার দুপুরে শিশু সন্তানকে ঘরে ঘুমিয়ে রেখে জান্নাতি খাতুন গোসল করতে যায়। এই সুযোগে রঞ্জু মিয়া শিশু রাইসাকে কোলে তুলে নিয়ে মাটিতে আছাড় দিয়ে লাথি মারে। এতে ঘটনাস্থলেই শিশু রাইসা মারা যায়। ঘটনার পর রঞ্জু মিয়া পলিয়ে যায়। ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে এলাকাবাসী রাইসার দাদা, দাদী ও ফুফুকে আটক করে পুলিশে দেয়। পরবর্তীতে নিহত শিশুটির মা বাদী হয়ে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে র্যাব-১২ বিষয়টি জানতে পারলে আধুনিক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে র্যাব-১২ এর একটি দল বৃহস্পতিবার ভোর রাতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর গোজা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ঘাতক বাবাকে আটক করে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।