০২ এপ্রিল ২০২২, কুমিল্লা সংবাদদাতা, নিউজ একাত্তর ডট কম :কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ওসি মো. নজরুর ইসলাম ও ওসি (তদন্ত) মোহাম্মদ শফিউল আলম মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতরি পরোয়ানা তামিল, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ভাল কাজের স্বীকৃতি স্বরূপ কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওসি নজরুল ইসলাম ও ওসি (তদন্ত)কে সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা নির্বাহি অফিসার কামরুল ইসলাম খান, দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি প্যানেল মেয়র রকিবউদ্দিন প্রমুখ।